এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে যা বললেন সিইসি

জুমবাংলা ডেস্ক : রাজনৈতিকভাবে সব দলের অংশগ্রহণ না থাকায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৯ জুন) ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ইসির বিবেচ্য হলো, শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ইতিবাচক ছিল।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তবে ভোটার উপস্থিতি ৬০ থেকে ৭০ শতাংশ হলে নির্বাচন কমিশন আরও বেশি সন্তুষ্ট হতো।

আজ ৫ম ধাপে ১৯টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোতে ভোট স্থগিত ছিল। সবমিলিয়ে পাঁচ ধাপে ৪৬৯টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ ধাপে ভোটার উপস্থিতি ছিল ৪৩ শতাংশ। বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া ২০টি উপজেলায় আজ ভোট গ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য শনিবার (৮ জুন) শেষ মুহূর্তে বাঘাইছড়ির নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে ১৯টি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হয়।

এর আগে, গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয়। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি, ২৯ মে তৃতীয় ধাপে ৮৭টি এবং ৫ জুন চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।