নিজস্ব প্রতিবেদক : এবাারের বাণিজ্য মেলা থেকে ব্যবসায়ীরা মুনাফা অর্জনের বদলে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী দাবি করছেন, এ ক্ষতি পূরণ করতে হলে আগামি ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিনা ভাড়ায় সময় বৃদ্ধি করতে হবে।
তাদের দাবি তুলে ধরতে ইতোমধ্যে মেলার মাঠে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আমাদের ক্ষতি হয়েছে। মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো না হলে ইপিবির কোনো সমাপনী অনুষ্ঠানে আমরা যোগ দেব না।
আন্তর্জাতিক পরিসরে এ মেলা গুরুত্ব বহন করে তোলার পরিকল্পনা নিয়ে এমন আয়োজন করা হলেও রপ্তানি আদেশ কাঙ্ক্ষিত নয় বলে জানান ব্যবসায়ীরা।
তারা বলেন, আমরা আশানুরূপ ক্রেতা পাইনি।
এদিকে মেলা থেকে রফতানি আদেশ কমে যাওয়ায় রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবিকে দুষছেন সংশ্লিষ্টরা।
৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলানগরে পসরা বসেছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। দেশি-বিদেশি হরেক রকমের পণ্য সামগ্রী নিয়ে শেষ সময়ে বেশ মূল্য ছাড়ে বিক্রি করছে অংশগ্রহণকারীরা। তবে স্টল বা প্যাভিলিয়ন কোন প্রতিষ্ঠানেরই প্রত্যাশা পূরণ হয়নি। মাসব্যাপী মেলায় মাঝে ক’দিন বন্ধ থাকায় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।