বিজনেস ডেস্ক : মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট-এমএসপিএ’র ভিত্তিতে খোলা বাজার থেকে এলএনজি অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। এমএসপিএ ভিত্তিতে এলএনজি আমদানি করতে সরবরাহকারীদের একটি সংক্ষিপ্ত তালিকাও করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এলএনজি আমদানির জন্য বেশ কিছু দেশের সঙ্গে সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। কিন্তু সরকার চায় খুব সংক্ষিপ্ত সময়ে এলএনজি আমাদিন করতে। তাই আপাতত খোলা বাজার থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করা হচ্ছে। সে উদ্দেশ্যেই সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।