জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের হ ত্যা র পেছনে দুইটি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সঙ্গে মিটিংয়ে দুইটি বিষয়ই সামনে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদের সময় থাকা একাধিক পুলিশ কর্মকর্তা।
পুলিশের পাওয়া মোটিভ দুইটির মধ্যে একটি হলো- বিভিন্ন সময় চরমপন্থিদের ক্রসফায়ারসহ নানাভাবে ‘শায়েস্তা’ করিয়েছেন এমপি আনোয়ারুল আজিম। এটি নিয়ে রাগ ছিল চরমপন্থীদের। আরেকটি হচ্ছে- কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নেয়া। এমপির জন্য স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন। তাই কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিতেই এমপিকে হত্যা করায় শাহীন।
পুলিশ জানিয়েছে, শাহীন তার বন্ধু এমপি আনারের কাছে ৫০ কোটি টাকা পেত। সেই টাকা সরকার দলীয় এই এমপি দিচ্ছিলেন না। কলকাতার বড় একটা স্বর্ণ পার্টির সঙ্গে মিটিং করানো হবে এই কথা বলে শিমুল, এমপি আনারকে কলকাতা নিয়ে যায়। একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কুট আছে, এইকথা বললেই এমপি আনার সেখানে যেতে রাজি হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।