জুমবাংলা ডেস্ক : ঢাকার চারপাশে নদী রক্ষার বিশেষ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ১৪তম দিনেও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন মাইশা পাওয়ার প্ল্যান্টে আজও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ ।
অভিযান চলাকালে আসলামুল হক বলেন, বিআইডব্লিউটিএর কাছ থেকে অনাপত্তি নিয়েই স্থাপনা করেছেন। তিনি যৌথভাবে ঐ জায়গার মালিকানা দাবি করেন।
এদিকে কয়েকটি স্থানে নদীর সীমানা খুঁটি স্থাপন করে বিআইডব্লিউটিএ। তারা বলছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে কারো বাঁধা দেয়ার সুযোগ নেই।
এর আগে, মঙ্গলবার উচ্ছেদে বাঁধা দেয়ার অভিযোগে মাইশা পাওয়ার প্ল্যান্টের এক কর্মকর্তাকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


