জুমবাংলা ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জন্য নতুনভাবে এমপিও নীতিমালা সংশোধন করেছে। বুধবার (২৩ এপ্রিল) এই সংশোধিত নীতিমালা পরিপত্র আকারে প্রকাশ করা হয়।
একক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৫৫
সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রতিটি একক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা সাধারণত ৫৫ জন নির্ধারণ করা হয়েছে। আগের নীতিমালায় এই সংখ্যা ছিল ৪০ জন।
Table of Contents
সর্বোচ্চ তিনটি শাখা অনুমোদিত
নতুন নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ তিনটি শাখা থাকবে—মূল শাখা একটি ও অতিরিক্ত দুটি শাখা। অনুমোদিত শাখার বাইরে কর্মরত শিক্ষকের জন্য এমপিও সুবিধা দেওয়া হবে না।
নিম্নমাধ্যমিক স্তরে শিক্ষক সমন্বয়ের সুযোগ
সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে, যদি কোনো একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়, তবে সেখানে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক বিষয়ের শিক্ষককে নিম্নমাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) শূন্য পদে একই বিষয়ের ভিত্তিতে সমন্বয় করা যাবে।
আরও পড়ুন: বিশ্বব্যাংক দিচ্ছে ৮৫ কোটি ডলারের ঋণ, ব্যয় হবে দুই বৃহৎ প্রকল্পে
সংশোধিত এমপিও নীতিমালা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এতে শ্রেণির শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, শাখা নির্ধারণ এবং শিক্ষক সমন্বয়ের বিষয়গুলো নতুনভাবে চিহ্নিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।