বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের তথ্য অনুযায়ী, জুন মাসের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের জন্য জিও জারি করা হয়েছে। আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন।
প্রক্রিয়ার অগ্রগতি
ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আইবাস থেকে তথ্য প্রেরণসহ কয়েকটি ধাপ রয়েছে। আইবাসের কাজ সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে। এই কাজ বৃহস্পতিবারের মধ্যে শেষ হলে, রবিবার অথবা সোমবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন পেতে পারেন।
বৃহস্পতিবার বেতনের সম্ভাবনা কম
বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের বেতন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে ইএমআইএস সেলের ওই কর্মকর্তা বলেন, “সম্ভাবনা নেই বললেই চলে।” তবে দ্রুত কাজ শেষ করে বেতন ছাড় করার চেষ্টা চলছে।
ইএফটি পদ্ধতিতে বেতন কার্যক্রম
সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেলেও, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হয়। এই কারণে শিক্ষকদের বেতন পেতে দেরি হয় এবং ভোগান্তিতে পড়তে হয়।
গত ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ইএফটি পদ্ধতিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের ঘোষণা দেয়। এরপর থেকে ধাপে ধাপে বিভিন্ন সংখ্যক শিক্ষক-কর্মচারী এই পদ্ধতিতে বেতন পেয়েছেন। মে মাসের বেতন প্রদানের পর, আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পাবেন।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জুন মাসের বেতন আগামী সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জিও জারি হয়ে যাওয়ায় বেতন ছাড়ের বাকি ধাপগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
জেনে রাখুন : এমপিওভুক্ত শিক্ষকদের বেতন
১. জুন মাসের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে?
জুন মাসের বেতন আগামী রোববার অথবা সোমবার দেওয়া হতে পারে, যদি আইবাস ও ব্যাংকের প্রক্রিয়া বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন হয়।
২. বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
না, ইএমআইএস কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার বেতন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
৩. এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এখনো অ্যানালগ পদ্ধতিতে কেন দেওয়া হয়?
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন পান, যার কারণে প্রক্রিয়ায় সময় লাগে।
৪. ইএফটি পদ্ধতিতে কবে থেকে বেতন দেওয়া শুরু হয়েছে?
২০২৩ সালের অক্টোবর থেকে ধাপে ধাপে ইএফটি পদ্ধতিতে বেতন দেওয়া শুরু হয়েছে, যাতে মে মাস পর্যন্ত কয়েক ধাপে শিক্ষকরা উপকৃত হয়েছেন।
৫. এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে দেরি হওয়ার মূল কারণ কী?
বেতন ছাড়ের কয়েকটি পর্যায়, যেমন আইবাস তথ্য প্রেরণ, ব্যাংক অনুমোদন ও অ্যানালগ পদ্ধতি—এসব কারণে দেরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।