স্পোর্টস ডেস্ক: চার ম্যাচে এই বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচ গোল করে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। দুই ম্যাচে জোড়া গোল করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবেন তিনি। তবে তার জন্য গোল করা কষ্টসাধ্য করে তোলার প্রত্যয় ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের।
টানা দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে ইংল্যান্ডকে টপকাতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের বাধা। মূলত এমবাপ্পেকে থামাতে পারলে কাজটা সহজ হবে তাদের জন্য। জাতীয় দলের হয়ে না হলেও ক্লাব পর্যায়ে তিনবার তার মুখোমুখি হয়েছেন ওয়াকার। পিএসজি ফরোয়ার্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জয় পেয়েছেন দুটি, হেরেছেন এক ম্যাচ।
সুতরাং এমবাপ্পেকে আটকানোর গুরু দায়িত্ব থাকছে ওয়াকারের কাঁধে। কী করতে হবে সেটা ভালো করে জানা আছে তার, ‘আমি বুঝি আমাকে কী করতে হবে এবং সেটা হচ্ছে তাকে থামানো। এটা সম্ভবত করার চেয়ে বলা সহজ কিন্তু আমি নিজেকে অবমূল্যায়ন করছি না। আমি আগে তার বিপক্ষে খেলেছি এবং ইংল্যান্ডের হয়ে, ম্যানসিটি এবং অন্য ক্লাবের সঙ্গে খেলতে গিয়ে অনেক সেরা খেলোয়াড়দের মুখোমুখি হয়েছি।’
আত্মবিশ্বাসী কণ্ঠে ওয়াকার বললেন, ‘সুতরাং অন্য আরেকটা ম্যাচের মতোই এটা দেখতে হবে। অবশ্য একটু বেশি খেয়াল রাখতে হবে এবং তার প্রাপ্য অনুযায়ী সমীহ করতে হবে। কিন্তু খুব বেশি সমীহ করা যাবে না কারণ সেও ইংল্যান্ডের বিপক্ষে খেলছে এবং আমরাও তাদের সমস্যায় ফেলতে পারি। হ্যাঁ এটা কঠিন খেলা হচ্ছে কিন্তু একজন খেলোয়াড় দিয়ে তো দল হয় না।’
এমবাপ্পে যেন পাখা মেলতে না পারেন সেটাই চাওয়া ওয়াকারের, ‘এই ম্যাচটা ইংল্যান্ড বনাম এমবাপ্পের নয়। এটা ইংল্যান্ড বনাম ফ্রান্সের ম্যাচ। আমরা মানছি সে ভালো খেলোয়াড়, যে ভালো ফর্মে আছে। কিন্তু আমি তো তার জন্য লাল গালিচা বিছিয়ে রাখবো না এবং বলবো না যে যাও গোল করো। আমি আমার দেশকে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে প্রতিনিধিত্ব করছি, এটা বাঁচামরার লড়াই। আমরা হারলে বাড়ি ফিরে যাবো। সে আমার দেশের জন্য বিশ্বকাপ জয়ের পথে বাধা হতে পারবে না আশা করি।’
ব্রাজিল ও আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদফতর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।