
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
রবিবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
তিনি সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নতির এই ধারা অব্যাহত থাকলেই, শারীরিক অবস্থার উন্নতি বলা যাবে।’
জিএম কাদের বলেন, ‘আজ বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।’
তিনি আরও বলেন, ‘মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনো শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’
জি এম কাদের ব্রিফিংয়ে বলেন, ‘আজো এরশাদের ডায়ালাইসিস চলছে। সিএমএইচের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশন-এর মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি, বর্জ্য অপসারণ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘তাঁর (এরশাদ) শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আস্তে আস্তে পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন প্রমুখ।
এর আগে পার্টি অফিসে এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।