এলন মাস্ককে বলা হয় অন্য গ্রহের মানুষ। তার মতো এতো সাহসি প্রযুক্তি উদ্যোক্তা দুনিয়ায় খুব কমই জন্ম নিয়েছেন। প্রযুক্তি উদ্যোক্তা হিসাবে বর্তমানে দুনিয়ার অধিকাংশ তরুণদের আইডল তিনি।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক টেসলার গাড়ি দিয়ে বিশ্ববাজার দখল করে নিয়েছে। এবার এলন মাস্কের ‘ Tesla Model Pi’ বাজারে আসতে যাচ্ছে।
টেসলার সুপার ফোনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাধারণত কম আলোতে ছবি তুলতে হলে অনেকক্ষণ ধরে আলো গ্রহণ করার পর ছবি তুলে থাকে বাজারের বর্তমান ফোনগুলো। কিন্তু টেসলা পাই ফোনে, তারাভরা আকাশের রাতের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। জ্যোতির্বিজ্ঞানমনস্ক কিংবা সৌখিন ফটোগ্রাফারদের জন্য এটা হতে যাচ্ছে সবচেয়ে কাঙ্কিত ফোন।
ফোনের ব্যাক সাইড ফটোক্রোমিক প্রলেপের কারণে সূর্যের আলোতে রঙ বদলাবে। টেসলার সোলার প্যানেল উৎপাদন ফ্যাসিলিটি কাজে লাগিয়ে পাই ফোনে থাকবে সূর্যের আলোর মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধাও।
4k রেজ্যুলেশনের স্ক্রিন হবে সাড়ে ৬ ইঞ্চি। ফোনের স্টোরেজ বা মেমরি হবে ২ টেরাবাইট! মোটামুটি গড়পড়তা ২টি কম্পিউটারের সমান মেমরি থাকবে বলা যায়। অধিক স্টোরেজের ফলে বিশাল পরিমাণ ভার্চুয়াল ফাইল সবসময় সঙ্গেই রাখা যাবে।
এ ছাড়া থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট।
এলন মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্টফোন পাই।
অনলাইনে লিক হওয়া তথ্য মতে, Tesla Model Pi ফোনের দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার। সবচেয়ে বড় সুবিধা হবে এই ফোনের নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই। বন, পাহাড়, সাগর যেকোনো দুর্গম এলাকায় এটি থাকবে সক্রিয়। স্যাটেলাইটকে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয় না বলে, দিন-রাতের তফাতেও কোনো হেরফের হবে না এ ফোনের যোগাযোগে।
বলা হচ্ছে, টেসলার গাড়ির সব ধরনের ফিচারও এই ফোনে ব্যবহার করা যাবে পূর্ণ স্বাধীনতায়। অ্যাপলের ফোনে নিরাপত্তাজনিত কারণে ফোনের অ্যাপে ফিচারগুলো পুরোমাত্রায় উপভোগ করা যেত না। গাড়ির সঙ্গে সংযোগই শেষ না, মাস্কের আরেক উদ্যোগ নিউরালিংক প্রযুক্তিও এর সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। নিউরালিংক হচ্ছে মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ। অর্থাৎ এ প্রযুক্তি থাকলে অনেক কাজের জন্য কেবল চিন্তা করেই নির্দেশ দেওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ চাইল ইউটিউবে ভিডিও দেখে সময় কাটাবে; এজন্য হাতে অপারেট করতে হবে না, ইউটিউব চালানোর ইচ্ছা প্রকাশ করলেই ফোনে চলতে থাকবে।
ইলন মাস্ক এই ফোন দিয়ে তাদের সমস্ত ব্যবসাকে এক সাথে করে ফেলবে, তার মানে এই ফোনে কানেক্ট করা যাবে টেসলাড় সব সার্ভিস। এমন কি বাদ যাবে না ক্রিপ্টোকারেন্সির মাইনিংও। এই ফোনের মাধ্যমেই করা যাবে ক্রিপ্টোকারেন্সির মাইনিং।
তথ্যসূত্র : লাইফওয়ার ডট কম, কমপ্লেক্সওবি৭ ডট কম
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel