এলন মাস্কের নতুন টুইট বার্তা নিয়ে শোরগোল, পাল্টে ফেললেন চিফ টুইট পদ!

এলন মাস্কের নতুন টুইট বার্তা নিয়ে শোরগোল, পাল্টে ফেললেন চিফ টুইট পদও!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফের একবার নিজের টুইটার বায়ো বদল করলেই এলন মাস্ক। টুইটার কেনার এক সপ্তাহের মধ্যেই নিজেকে টুইটারের হটলাইন অপারেটর বলেছেন এলন। কেন বদলে গেল তাঁর ‘চিফ টুইট’ পদ? জেনে নিন।

এলন মাস্কের নতুন টুইট বার্তা নিয়ে শোরগোল, পাল্টে ফেললেন চিফ টুইট পদও!

টুইটার কিনেই প্ল্যাটফর্মে একগুচ্ছ বদল আনার কাজ শুরু করেছেন এলন মাস্ক। তিনি জানিয়েছেন টুইটারে ব্লু টিক ব্যবহার করতে কিনতে হবে সাবস্ক্রিপশন। একই সঙ্গে দায়িত্ব নিয়েই একাধিক শীর্ষ আধিকারিককে বরখাস্ত করেছিলেন এলন। এছাড়াও টুইটারে যে অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ তা ফিরে পাওয়ার জন্য উপায় জানিয়েছেন এলন।

টুইটার কিনেই প্রোফাইলে নিজেকে ‘Chief Twit’ বলে আখ্যা দিয়েছিলেন এলন। যদিও সম্প্রতি প্রোফাইলে নিজেকে ‘Twitter Complaint Hotline Operator’ বলে বর্ণনা করেছেন তিনি।

এক টুইট বার্তায় এলন লিখেছেন, “যত খরচ করবেন ততটাই পাবেন।” এক কথায় ইঙ্গিতে টুইটারের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বুঝিয়েছেন বলে মত বিশেষজ্ঞ মহলে।

সম্প্রতি 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার (Twitter) কিনে নিয়েছে এলন মাস্ক (Elon Musk)। এর পর থেকেই সংবাদের শিরোনামে মার্কিন ধনকুবের। এই সোশ্যাল প্ল্যাটফর্মে দ্রুত নিজের ছাপ রাখতে তৎপর এলন। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এবার টুইট এডিট ফিচার সব গ্রাহক ব্যবহার করতে পারতেন। এতদিন শুধুমাত্র Twitter Blue সাবস্ক্রাইবাররাই Edit Tweet ফিচার ব্যবহার করতে পারবেন। এই সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে খরচ হত 20 ডলার (প্রায় 1,600 টাকা)।

সম্প্রতি The Verge -এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এতদিন শুধুমাত্র Twitter Blue গ্রাহকদের জন্যই Edit Tweet ফিচার থাকলেও এবার সব গ্রাহক বিনামূল্যে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এর ফলে কোন টুইট করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে তা এডিট করা যাবে। যদিও কোন টুইট এডিট করলে টুইটের নীচে Edited ট্যাগ দেখা যাবে। একই সঙ্গে আগে কী লিখেছিলেন তাও দেখে নেওয়া যাবে। কখন শেষ এডিট করা হয়েছে দেখা যাবে সেখানে।

টুইটার কিনে নিজেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের CEO পদে বসেছিলেন মার্কিন ধনকুবের। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট অধিগ্রহণ শেষ করেই কোম্পানির তৎকালীন CEO পরাগ আগরওয়ালকে ছাঁটাই করেছিলেন এলন। এবার সেই পদে নিজেই বসলেন তিনি। যদিও কতদিন CEO পদে বসে এলন Twitter চালাবেন সেই সম্পর্কে কোম্পানির তরফে কোনও মন্তব্য করা হয়নি। এদিকে সোমবারই Twitter বোর্ড অফ ডিরেক্টরসের সব সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর পরে একাই বসেছিলেন কোম্পানির ডিরেক্টর পদে। ডিরেক্টর পদের সঙ্গেই Twitter CEO পদও সামলাতে শুরু করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি।

গাছের মগডাল থেকে ফনা তুললো দানব আকৃতির কিং কোবরা