জুমবাংলা ডেস্ক : ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমলো। মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪৩১ টাকা।
রবিবার (৪ মে) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। ৷
জালাল আহমেদ সাংবাদিকদের জানান, সৌদি সিপি-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয় করা হয়েছে। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্ট ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৯.২৪ টাকা সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা টাকায় সমন্বয় করা হয়েছে। যা এপ্রিলে ১,৪৫০ টাকা ছিল।
এছাড়া, এদিন সরকারি পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়েছে। সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা করা হয়েছে।
এ সময় গণশুনানি ছাড়া সরকারি এলপিজির দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিইআরসি চেয়ারম্যান বলেন, “২০২১ সালে যখন সরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল তখনই একটি নীতিমালা তৈরি করা হয়েছিল। সে অনুযায়ী এবার গণশুনানি ছাড়াই দাম বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আপনারাই তো বলছেন যে বেসরকারির তুলনায় সরকারি মূল্যের দাম কম। কিন্তু দাম কম হলে চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেসরকারির সঙ্গে সরকারি এলপিজির সমন্বয় করার জন্য দাম বৃদ্ধি করা হয়েছে।”
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি করেছে : তারেক রহমান
এদিকে, কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬.৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫.৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে।
এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।