জুমবাংলা ডেস্ক : ডিজিটাল অন্তর্ভুক্তিকরণে ভূমিকা এবং ‘অনন্য’ টেলিযোগাযোগ সেবার জন্য সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস’-এ দুটি পুরষ্কার জিতেছে বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন।
পুরষ্কার দুটি হচ্ছে ‘ইএসজি ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার-বাংলাদেশ’ ও ‘মোবাইল অপারেটর অব দ্যা ইয়ার-বাংলাদেশ’।
সোমবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন্টারনেটের দুনিয়া সবার (আইডিএস) এবং টেলিযোগাযোগ শিল্পে সেরা সেবা ধরে রাখার জন্য’ এ দুটি স্বীকৃতি পেয়েছে তারা।
গ্রামীণফোন বলছে, ২০২৩ সালের মার্চে চালু হওয়া ইন্টারনেটের দুনিয়া সবার (আইডিএস) উদ্যোগটির লক্ষ্য—ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা। এর আওতায় দেশের ২ হাজার ইউনিয়নে ‘লাখ লাখ গ্রামীণ নারীর ক্ষমতায়ন’ করতে পেরেছে গ্রামীণফোন।
এই প্রকল্পে ডিজিটাল বিশ্বের সাথে গ্রামীণ নারীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয় চেনা পরিবেশে উঠান বৈঠকের। এসব বৈঠকে পারস্পরিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে তাদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
নারীদের ডিজিটাল সাক্ষরতা বাড়াতে এবং তথ্য প্রাপ্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কৌশলগতভাবে কাজ করছে আইডিএস, যাতে তারা অত্যাবশ্যকীয় অনলাইন সেবাগুলো গ্রহণ করতে পারেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “আর্থ-সামাজিক অগ্রগতিতে ইন্টারনেট ও সংযোগের শক্তির ওপর বিশ্বাস করে গ্রামীণফোন। ডিজিটাল অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে আমরা সংকল্পবদ্ধ। এই স্বীকৃতিগুলো গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, স্থায়ীত্ব এবং সবার জন্য সংযোগ- এসব বিষয়ে আমাদের একাগ্রতার প্রতিফলন।
“বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে কেউ যেন পিছিয়ে না থাকেন তা নিশ্চিত করতে কাজ করে যাব আমরা।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।