স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ‘কথার লড়াই’ অব্যাহত। এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না বলে দাবি করেছে বিসিসিআই। তারা বলছে পাকিস্তানি ক্রিকেটারকে আমন্ত্রণই জানানো হয়নি! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এর উল্টো বক্তব্য দিয়েছে।
পিএসএলের জন্যই পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের দুটি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না জানিয়ে পিসিবির মুখপাত্র বলেছেন, ‘বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুটি ম্যাচ হওয়ার কথা ১৬-২০ মার্চের মধ্যে। পিএসএল শেষ হচ্ছে ২২ মার্চ। দুটো ম্যাচের দিনক্ষণ বদলানো আর সম্ভব নয়। পিএসএলের জন্যই পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে পারবে না। এজন্য বিসিবির কাছে আমরা মৌখিক ও লিখিত ভাবে দুঃখপ্রকাশ করেছি। ওরা বিষয়টা বুঝতে পেরেছে।’
বিতর্কের সূত্রপাত করে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব জয়েশ জর্জ গতকাল বলেন, ‘আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। আমাদের এই রকমই জানানো হয়েছে। ফলে দুই দেশের ক্রিকেটারদের এক দলের হয়ে খেলার কোনো সম্ভাবনাই নেই। এশিয়া একাদশের হয়ে ভারতের কয়জন ক্রিকেটার খেলবেন সেটা এখনও নিশ্চিত হয়নি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীই এটা চুড়ান্ত করবেন।’
কিন্তু জয়েশ জর্জের বক্তব্যের বিপরীতটাই শোনা গেছে বিসিবি প্রধানের মুখে। তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটার বিষয়ে ভারতের সঙ্গে কোনো কথা হয়নি। আমরা পাকিস্তানের কাছে জানতে চেয়েছিলাম, এশিয়া একাদশের হয়ে তাদের ক্রিকেটারদের ছাড়তে পারবে কিনা। তখন তারা জানিয়েছিল, ওই সময়ে পিএসএল নিয়ে ব্যস্ত থাকবে তারা। এ বিষয়ে পরে জানাবে বলেছিল তারা। কিন্তু এখনো কিছু জানায়নি।’
এবার এই ব্যাপারে পিসিবির মুখপাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) খোঁচা দিয়ে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের ভুল বোঝানোর জন্য তথ্য বিকৃত করছে বিসিসিআই। এটাই দুর্ভাগ্যজনক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।