স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অনিশ্চিয়তা তৈরি হয়েছে ভবিষ্যতের ক্রীড়া ইভেন্ট নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির আগের দেয়া বক্তব্যে এশিয়া কাপের ১৫তম আসর নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে আগামী সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিসিবি চেয়ারম্যান মানি বলেছেন, এশিয়া কাপ নিয়ে শঙ্কা রয়েছে। তবে তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদী তিনি।
এদিকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমি মনে করি আমাদের আশাবাদী হওয়া উচিত। সমগ্র বিশ্ব জুড়েই অনিশ্চিয়তা রয়েছে। কিন্তু এশিয়া কাপের এখনও পাঁচ মাস বাকী আছে। আমরা এ ব্যাপারে ইতিবাচক থাকতে পারি। সদস্য দেশগুলোর জন্য এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সুতরাং আমাদের ইতিবাচক থাকা উচিত।
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সরাসরি বলে দিয়েছে, পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না তারা। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপের আয়োজন।
এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে আয়োজন করা হবে। চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রাখতেই মূলত ছোট ফরমেটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরেক খবর হলো, এশিয়া কাপ বাতিল করে সেই সময়ে আইপিএল আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।