এস আলম পরিবারের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার জব্দ

জুমবাংলা ডেস্ক : আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এসব কোম্পানিতে তাদের নামে ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার রয়েছে। যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। এর আগে এই আদালতে এস আলম ও তার পরিবারের সদস্যদের কোম্পানির শেয়ার অবরুদ্ধের আবেদন করেন অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক মো. আবু সাইদ। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন। আদালতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার অবরুদ্ধ করা ২৪টি কোম্পানি হলো- এস আলম ট্যাংক টার্মিনাল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফেকচারিং মিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম সুপার ওলিন লিমিটেডে সাইফুল, এস আলম সিমেন্ট লিমিটেডে, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, হাসান আবাসন প্রাইভেট লিমিটেড, এস আলম ব্রাদার্স লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, সোনালি কার্গো লজিস্টিক লিমিটেড, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, ওসিয়ান রিসোর্ট লিমিটেড, এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেড, মেরিন এম্পায়ার লিমিটেড, এস আলম প্রোপার্টিজ লিমিটেড, মডার্ন প্রোপার্টিজ লিমিটেড, এস আলম ল্যাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস লিমিটেড, ফাতেহাবাদ ফার্ম লিমিটেড, এস আলম কোন্ড রোল্ড স্টিলস লিমিটেড ও এস আলম সোয়াসিড এক্সট্রাকশন প্লান্ট লিমিটেড।