জুমবাংলা ডেস্ক : ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। তবে এবার বোর্ড পরীক্ষায় কিছু পরিবর্তন আসবে।
তিনি বলেন, এবারের এসএসসি ও সমমান পরীক্ষার মানবন্টন অর্ধেক, সময় ও সিলেবাস সবই কমছে। তবে অধিকাংশ বিষয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই একটি বিষয় বাদ দেয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি।
সম্প্রতি আইসিটি সাবজেক্ট বিষয়ে পরীক্ষা হবে না এমন একটি তথ্য সামাজিক মাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এই বিষয়ে তপন কুমার সরকার বলেন, বিষয়টি আমি এখনই বলতে পারবো না। এটা এখনো কনফিউজিং আমাদের কাছে। আমরা খুব শিগগিরই বিষয়টি পরীক্ষার্থী ও অভিভাবকদের জানিয়ে দেবো।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি দিনাজপুর শিক্ষাবোর্ড এসএসসি ২০২২ এর টেস্ট পরীক্ষার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ৩ এপ্রিলের মধ্যে বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টেস্ট পরীক্ষার নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে নির্বাচনি (টেস্ট) পরীক্ষা শেষ করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে যেসব পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার বলেন, সারাদেশের সব বোর্ডের নির্বাচনী পরীক্ষা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে দিনাজপুর বোর্ড যে ঘোষণা দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, আন্তঃবোর্ড থেকে এধরনের ঘোষণা না দেয়া পর্যন্ত এটির গ্রহণযোগ্যতা কম থাকে। আমরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে অল্পদিনের মধ্যেই পরীক্ষার বিষয়, সিলেবাস সব নির্দিষ্ট আকারে প্রকাশ করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।