আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নতুন এক গবেষণার তথ্য-উপাত্তে দেখা গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে করোনাভাইরাস ১৫ ফুট (সাড়ে চার মিটার) দূরেও আক্রান্ত করতে পারে। সম্প্রতি একটি বাসে পরিবহনের সময়ে এক ডজন যাত্রী এই ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের কেস স্টাডি-র ভিত্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।
ওই কেস স্টাডির ভিত্তিতে গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাস কমপক্ষে ৩০ মিনিট বেঁচে থাকতে পারে। এই ভাইরাস বন্ধ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে সাড়ে চার মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
এই তথ্য জনপরিবহনে যাতায়াতের ক্ষেত্রেও উদ্বেগ ছড়াচ্ছে।
এই সমীক্ষার গবেষকদের একজন চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি-এর লুও কাইওই। তার সঙ্গে ছিলেন আরো কিছু চিকিত্সক কর্মী।
এই গবেষণামূলক প্রবন্ধটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। রবিবার সাংহাই-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেপার এটা প্রকাশ করেছেন।
ওই গবেষণাপত্রে বলা হয়েছে, বদ্ধ পরিবেশে অ্যারোসোলের মাধ্যমেও এই ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদমাধ্যমটিতে হুনান প্রদেশের উহানে ভাইরাসটির সংক্রমণের একটি ঘটনা উপস্থাপন করা হয়েছে। সেখানে একজন যাত্রী (করোনাভাইরাসে আক্রান্ত) (রোগী-এ) মুখোশ না পরা অবস্থাতেই ভ্রমণ করছিলেন।
তিনি ২২ জানুয়ারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে ভ্রমণ করেছেন। সে সময় তার মাধ্যমে আটজন ব্যক্তি সংক্রামিত হন। ২৮ শে জানুয়ারী ওই লোকের দেহে সংক্রমণ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
২২ শে জানুয়ারী ওই রোগী (এ) আরও এক ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রিত শাটল বাসে ভ্রমণ করেছিলেন। সে সময় আরও দু’জনকে তিনি সংক্রামিত করেছিলেন।
একাদশতম সংক্রমণ ঘটে আরেক এক যাত্রীর দেহে। ওই আক্রান্ত ব্যক্তিটি শাটল বাসটি থেকে নেমে যাওয়ার আধা ঘণ্টার মধ্যে তিনি উঠেছিলেন।
এ থেকে গবেষকরা বলছেন, ভাইরাসটি কমপক্ষে ৩০ মিনিটের জন্য বন্ধ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কার্যকরভাবে বেঁচে থাকতে পারে এবংরোগের কারণ হতে পারে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই রোগী দ্বারা আক্রান্ত দুই যাত্রীর মাধ্যমে তার দু’জন আত্মীয়ের দেহে ভাইরাসটি সংক্রামিত হয়েছে।
বাসে রোগী (এ) এবং নিকটতম সংক্রামিত যাত্রীর মধ্যকার দূরত্ব ছিল দশমিক ৫ মিটারেরও কম এবং সবচেয়ে দূরবর্তী যাত্রীর দূরত্ব ছিল প্রায় ৪ দশমিক ৫ মিটার।
রোগী (এ) এবং সবচেয়ে দূরত্বে আক্রান্ত যাত্রীর মধ্যে খুব বেশি যোগাযোগ ছিল না। বাসটিতে বেশিরভাগ যাত্রী মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন না।
সূত্র : গ্লোবাল টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



