স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পর অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার ইমাম উল হক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি ২০৪ বল খেলে ১০৩ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে সকালে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক এই টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলপতির সিদ্ধান্তের ভালোই জবাব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে পাকিস্তানের দলীয় স্কোর দাঁড়িয়েছে ১৯৭ রানে। এর আগে পাকিস্তানের আরেক উদ্বোধনী ব্যাটার আবদুল্লাহ শফিক ১০৫ খেলে ৪৪ রান করে নাথান লিয়নের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৭। এদিন তিন স্পিনার ও দুই পেসার দিয়ে সাজিয়েছে নিজেদের একাদশ সাজিয়েছে পাকিস্তান। অন্যদিকে চার পেসার ও এক স্পিনারে দল সাজিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।