ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে রৌপ্যপদক পেল বাংলাদেশ

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি

তৃতীয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। হিড ইন্টারন্যাশনাল স্কুলের স্কুলের শিক্ষার্থী সপ্তর্ষি রহমান বাংলাদেশের পক্ষে এ পদক পেয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে একজনই এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি

১৫-২২ সেপ্টেম্বর এ অলিম্পিয়াড আয়োজিত হয় রাশিয়ায়। মোট ২০টি দেশের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। তবে প্রতিযোগিতায় অংশ নিতে সপ্তর্ষিকে রাশিয়ায় যেতে হয়নি। তিনি বাংলাদেশ থেকেই অনলাইনে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।

১৪-১৮ বছরের বয়সী শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারে। সপ্তর্ষিকে নির্বাচন করা হয়েছে ২০২৩ সালের বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বিজয়ী হিসেবে। এ বছর বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বাছাই পর্ব এখনো চলমান। তাই গত বছরের বিজয়ী সপ্তর্ষি এবার অনলাইনে এ অলিম্পিয়াডের মূল পর্বে প্রতিযোগিতা করে। প্রতিবছর এ অলিম্পিয়াডের জন্য বাংলাদেশে শিক্ষার্থী বাছাইয়ের কাজ করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন।