বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা এবার বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বর্ষা তার এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তার স্বামী ও সহশিল্পী অনন্ত জলিলও উপস্থিত ছিলেন। বর্ষা স্পষ্টভাবে বলেন, হাতে থাকা চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি অভিনয় থেকে অবসর নেবেন।
সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, ‘আমার হাতে এখনো কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করতে কিছু সময় লাগবে। তবে এরপর আমি আর নতুন কোনো সিনেমায় কাজ করব না।’
কেন অভিনয় ছাড়ছেন—এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘আমি খুবই বাস্তববাদী একজন মানুষ। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। সেই সীমাটার মধ্যেই কাজ করা উচিত। তাই আমি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছি সিনেমা ছাড়ব।’
তিনি আরও বলেন, ‘আমার বড় ছেলে এখন ১০ বছর বয়সী, আর ছোট ছেলের বয়স ৭। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরে পৌঁছাবে, তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কেমন লাগবে? এসব দিক চিন্তা করেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বর্ষার এই সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিলের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ‘বর্ষার বয়স এখনো আমাদের দেশের অনেক নায়িকার চেয়ে কম। তারপরও সে নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।’
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল বর্ষার। এরপর অনন্ত জলিলের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। তাদের সংসারে দুই ছেলে রয়েছে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।
সিনেমা ছাড়ার এই সিদ্ধান্তের মাধ্যমে বর্ষা তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। এখন দেখার বিষয়, তিনি ভবিষ্যতে শোবিজ থেকে পুরোপুরি দূরে থাকবেন নাকি অন্য কোনোভাবে যুক্ত থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।