বিনোদন ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বামীর সঙ্গে ওমরাহ পালন শেষে দেশে এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার শুটিংয়ে ফেরার পালা।
শিগিগিরই চিত্রনায়ক ইমনের সঙ্গে শুটিংয়ে ফিরছের এই তিনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ইমন ও মাহি। এর আগে ‘মাফিয়া’ নামে ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
চিত্রনায়ক ইমন জানান, একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ওয়েব ফিল্মের নাম ‘কাগজের বিয়ে’। আসছে ১৭ ডিসেম্বর থেকে ঢাকার অদূরে ধামরাইয়ে হবে শুটিং।
ইমন আরও জানান, ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। এর প্রযোজক ডি এ তায়েব। তিনিও এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।
এর আগে ওমরাহ পালন করতে নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন মাহি। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে স্বামীকে নিয়ে মক্কার বিভিন্ন স্থানও ঘুরে দেখেছেন। ঘুরাঘুরির সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন মাহি।
এমন সময়ে মাহি, ইমনের সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি কল রেকর্ড ফাঁস হয়। বিষয়টি নিয়ে দেশের সর্বমহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় বেশ চর্চায় রয়েছেন মাহি ও ইমন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel