আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ওমরাহ ফি ও পরিষেবা চার্জ ফেরত দেবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কারোনাভাইরাস সংক্রমনের আশঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতের কারণে যারা ভ্রমণ করতে পারছেন না, তাদের জন্য এই সুযোগ দিচ্ছে দেশটি। ওমরাহ ও ভ্রমণের জন্য যারা এজেন্টদের মাধ্যমে ভিসা ফি ও পরিষেবা চার্জ জমা করেছেন, তারা চাইলে এজেন্টদের মাধ্যমে ফি ফেরতের আবেদন করতে পারবেন।
তবে কর্মসংস্থান, ওয়ার্ক ভিজিট, ব্যবসায়িক এবং পরিবার পরিদর্শন ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এদিকে, এই ঘোষণার পর বাংলাদেশ বিমান জানিয়েছিল কোন ওমরাহ যাত্রী চাইলে তাদের টাকা ফেরত দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


