পাওয়ারফুল স্মার্টফোন মার্কেটে নিয়ে আসার ক্ষেত্রে ওয়ান প্লাসের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ওয়ান প্লাস ১১ স্মার্টফোনের স্পেশাল এডিশনের কনসেপ্ট দেখে মনে হচ্ছে হ্যান্ডসেটটির ডিজাইনের নতুনত্ব নিয়ে আসা হয়েছে। মার্কেটে আসতে যাওয়া স্মার্টফোনটির ডিজাইনের নতুন ইনোভেশন দিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এবার স্মার্টফোনটি ডিজাইনের এলইডি লাইটিং এর ব্যবস্থা থাকবে। হ্যান্ডসেটটির পেছনে এলইডি লাইট যেভাবে জ্বলে উঠবে তারা নাম দেওয়া হচ্ছে ’ফ্লোইং ব্যাক’ ডিজাইন। পেছনে লাইটিং ফিচারটি সংযুক্ত করার মাধ্যমে ডাইনামিক এবং নজরকাড়া একটি প্যাটার্ন নিয়ে আসতে সক্ষম হলো ’ওয়ান প্লাস’ ব্র্যান্ড।
স্মার্টফোনটির পেছনের অংশটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি। এর ফলে হ্যান্ডসেটে দেখতে একটি প্রিমিয়াম স্মার্টফোনের মতই মনে হবে। ইউনিবডি ডিজাইনের একটি শেপ দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে।
কনসেপ্ট দেখে মনে হচ্ছে স্মার্টফোনটির পেছনের এবং পাশের অংশের ডিজাইন এর নতুন innovation বেশ চোখে পড়ার মত। এবার ক্যামেরা মডিউলের ডিজাইনেও পরিবর্তন এনেছে ওয়ান প্লাস। গোলাকার এলইডি লাইট বিশিষ্ট রিং ক্যামেরা মডিউল হিসেবে ব্যবহৃত হবে।
স্মার্টফোনের ডিজাইনটি আকর্ষণীয় করে তোলার জন্য এ ধরনের বৈচিত্রময় ভিজুয়াল এলিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেব্রুয়ারির ২৭ তারিখ স্পেনের বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন স্মার্টফোনটি সবার সামনে উন্মোচন করা হবে।
এলইডি লাইটিং এর ডিজাইন এর মাধ্যমে গেমিং পিসি টাইপ অ্যাপ্রোচ নিয়ে আসতে সক্ষম হবে ওয়ানপ্লাস। সম্ভবত ২০২৩ সালের অন্যতম সেরা গেমিং ফোন হিসেবে স্মার্টফোনটি খ্যাতি লাভ করবে।
এই মোবাইলে ১২০ হার্জের ডিসপ্লে দেওয়া থাকবে। ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার যোগ করা হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন টু চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
ওয়ানপ্লাস এর আগেও স্পেশাল এডিশনের কিছু ফোন রিলিজ করেছিল। এ ধরনের লাইটিং ডিজাইন নিয়ে কোম্পানিটি জানায় যায়, নতুন innovation এর মাধ্যমে বরফে আবৃত ব্লু পাইপ লাইনের চলমান প্রবাহ দেখাতে চেয়েছিলাম আমরা। ফেব্রুয়ারি ২৭ তারিখে রিলিজ পাওয়ার পর আরো বিস্তারিত তথ্য জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।