স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাতেও আছে তার নাম, যেখানে আরও লড়বেন পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
২০২১ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন বাবর। টানা দ্বিতীয় বছর এই পুরস্কার জেতার সুযোগ তার সামনে। ৯ ম্যাচে ৬৭৯ রান করে এই লড়াইয়ে আবার অংশ নিলেন পাকিস্তানের অধিনায়ক। গত বছরে জুলাই থেকে র্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যান আট ইনিংসে পঞ্চাশের বেশি রান করেন। এর মধ্যে তিনটিকে সেঞ্চুরিতে রূপ দেন। ৮৪.৮৭ গড়ে প্রায় সাতশ রান তার ঝুলিতে। তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে দল তিনটি সিরিজের সবগুলো জিতেছে। ৯ ম্যাচ খেলে মাত্র একটি ওয়ানডে হেরেছে তারা অস্ট্রেলিয়ার কাছে।
অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পা ১২ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। ওয়ানডেতে নিজ দেশের হয়ে এই বছর সর্বোচ্চ উইকেট পেয়েছেন। ঘরের মাঠে স্পিনারদের জন্য প্রতিকূল কন্ডিশনেও ছিল তার দাপট। ৩০ বছর বয়সী এই স্পিনার বছর শুরু করেন চার উইকেট নিয়ে।
জিম্বাবুয়ের হয়ে ১৫ ওয়ানডে খেলে ৬৪৫ রান করেন এবং আট উইকেট নেন রাজা। আফ্রিকান দেশটি তার পারফরম্যান্সে ভর করে দারুণ সাফল্য পেয়েছে। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান তিনটি সেঞ্চুরি করেছেন রান তাড়া করতে নেমে। আর বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। আট উইকেট নিয়েছেন প্রতি ওভারে পাঁচের কিছু বেশি রান দিয়ে।
২১ ম্যাচে ৭০৯ রান করেছেন উইন্ডিজ তারকা হোপ। ২০১৬ সালে অভিষেক হয়েছিল তার, ২০১৭ সাল থেকে প্রতি বছর ওয়ানডেতে দেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে শেষ করেছেন। এবারও তার ব্যত্যয় হয়নি। এই বছর তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।