স্পোর্টস ডেস্ক: চূড়ান্ত হলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৮ দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। তাতে অষ্টম দল হিসেবে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে অংশ নেবে মোট ১০ দল। ইতোমধ্যে ৮ দল নিশ্চিত হওয়ায় বাকি দুই দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে আসবে। আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ।
বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান, নেপাল, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। এখান থেকে দুই দল যুক্ত হবে মূলপর্বের ৮ দলের সঙ্গে।
২০২৩ বিশ্বকাপ খেলার লক্ষ্যে একটি অলিখিত লড়াই চলছিল আয়রল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। যেই খেলার গুটি ছিল বাংলাদেশের হাতে। তবে বাংলাদেশের পরিবর্তে ভাগ্যের আসনে বসে পড়ে প্রকৃতি। বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডের সরাসরি খেলার সুযোগ ভেসে যায়। আর ভাগ্য খুলে যায় প্রোটিয়াদের।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে সুপার লিগে আইরিশদের পয়েন্ট ছিল ৬৮। আর দক্ষিণ আফ্রিকার ছিল ২১ ম্যাচে ৯৮। বাংলাদেশকে এই সিরিজে ৩-০ তে হারাতে পারলেই ৩০ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট সমতায় ফিরত আয়ারল্যান্ড। এমন পরিস্থিতে নেট রানে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকত আইরিশদের সামনে।
তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুযোগটা হাতছাড়া হলো তাদের। আর তাতেই কোনো সমীকরণ ছাড়াই অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ভারতে বসতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এখন পর্যন্ত ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ১৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল ইংল্যান্ড, ১৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় দল বিশ্বকাপের স্বাগতিক ভারত। আর ১৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ দল বাংলাদেশ। এরপর ১৩০, ১২০ ও ১১৫ পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
এর আগে ইএসপিএনক্রিকইনফো এক খবরে জানিয়েছিল, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেটের বৈশ্বিক আসর। আর ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর। এ আসরের জন্য ১২টি স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। আধুনিক এ স্টেডিয়ামে বসে একসঙ্গে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩২ হাজার দর্শক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।