জুমবাংলা ডেস্ক :। 
ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় বিপুল লোকসমাগমের ঘটনায় ওসির পর এবার সরাইল সার্কেল সহকারি পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৯শে এপ্রিল), পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্যটি জানানো হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে, মানুষের অংশ নেয়া ঠেকাতে না পারার ব্যর্থতার দায়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ওসি) প্রত্যাহার করা হয়।
এদিকে, সেখানে ১০টি গ্রামকে নিশ্ছিদ্র অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। করোনার বিস্তার রোধে রবিবার সকাল থেকেই সেখানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব গ্রামের ওপর রাখা হচ্ছে কঠোর নজরদারি।
এছাড়া, অবরুদ্ধ গ্রামবাসীর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেয়া হবে। ওই এলাকার বন্ধ থাকা মাদ্রাসায় যারা অবস্থান করছেন, তাদেরকে সেখান থেকে বের না হওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। গ্রামগুলোর প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ই এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন যুবায়ের আহমেদ আনসারী। শনিবার (১৮ই এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা যুবায়ের আহম্মেদ আনসারীর জানাযায় অংশ নেন হাজার হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



