বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ওয়াই-ফাই৭ প্রযুক্তি-সংবলিত ফিলোজিক সিরিজের চিপ বাজারজাতের ঘোষণা দিয়েছে তাইওয়ানভিত্তিক টেক জায়েন্ট মিডিয়াটেক। নতুন চিপটি ব্যবহারকারীদের ফোরকে-এইটকে ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি মেটাভার্স গ্রেডের সংযোগ সুবিধা দেবে। পাশাপাশি ওয়া-ফাই৭ চিপের উৎপাদনের কাজ চলছে। খবর গিজমোচায়না।
তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক ঘোষণায় জানায়, তারা ওয়াই-ফাই৭ চিপের উন্নয়নে কাজ করছে এবং একটি ডেমো ভার্সনও তৈরি করেছে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, মাল্টি লিংক অপারেশনসহ বিভিন্ন প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন চিপটির মান উন্নয়ন অব্যাহত থাকবে।
পরবর্তী প্রজন্মের ওয়াই-ফাই ৩২০ মেগাহার্টজের চ্যানেল ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। যেসব ব্যবহারকারী ওয়াই-ফাই৭ প্রযুক্তি-সংবলিত পণ্য কেনার কথা ভাবছেন তাদের কোয়াড্র্যাচার অ্যাম্পলিটিউড মডুলেশন (কিউএএম) ফিচার যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব পণ্য মাল্টি ইউজার রিসোর্স ইউনিট (এমআরইউ) ফিচার ব্যবহারের সুবিধা দিতে পারে বলে জানা গেছে।
কানেক্টিভিটির নতুন ধরনটি ওয়াই-ফাই৬ ও ৬ইর তুলনায় ২ দশমিক ৪ গুণ বেশি গতিসম্পন্ন। মিডিয়াটেকের আশা, আগামী বছর ফিলোজিক ওয়াই-ফাই৭-ভিত্তিক পণ্যের সঙ্গে নতুন প্রযুক্তিটি বাজারে আসবে। অন্য কথায়, নতুন মানটি সামনের বছর এ খাতের প্রধান আকর্ষণে পরিণত হবে।
মিডিয়াটেকের ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি ব্যবসার মহাব্যবস্থাপক ও করপোরেট ভাইস প্রেসিডেন্ট অ্যালান শু বলেন, ওয়াই-ফাই৭ আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হলে সেটি সুপার হাই ব্যান্ডউইডথ অ্যাপ্লিকেশনের অন্যতম পরিপূরক ওয়্যারলাইন বা ইথারনেট হিসেবে কাজ করবে।
তিনি বলেন, বাড়ি-ঘর, অফিস, শিল্প-কারখানার নেটওয়ার্কের অন্যতম প্রধান কাঠামো হিসেবে কাজ করার পাশাপাশি এটি অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন, ক্লাউড গেমিংসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।