ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ দলকে স্পিকারের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এটি টানা দশম ওয়ানডে জয়।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৬ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যচে ৯ উইকেটে স্বাগতিকদের হারিয়েছে টাইগাররা। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের বাইরে বাংলাদেশের অষ্টম ও সবমিলিয়ে ৩১তম সিরিজ জয়। জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। সূত্র: বাসস