বিজ্ঞান ও প্রযুক্তি ড্কে: গুগল ওয়ার্কস্পেসে আর থাকবে না হ্যাংআউট মেসেজিং সেবা, তার বিপরীতে আসছে গুগল চ্যাট। আগামী মার্চ থেকে চ্যাটিং অ্যাপ্লিকেশনে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে গুগল। ২২ মার্চ থেকে জিমেইলে ‘হ্যাংআউট’ মেসেজিং সেবা বা ফোনের পুরনো ‘হ্যাংআউট মোবাইল অ্যাপ’ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের সরাসরি গুগল চ্যাটে নিয়ে যাওয়া হবে। খবর দ্য ভার্জ।
গুগল হ্যাংআউট থেকে গুগল চ্যাটে স্থানান্তর গুগলের ক্রমাগত মেসেজিং সেবা উন্নয়ন চেষ্টারই অংশ। হ্যাংআউট থেকে গুগল চ্যাটে সরে আসার প্রকল্পটি শুরু হয়েছিল ২০২০ সালের জুনে। জিমেইলের সঙ্গে সমন্বিত মেসেজিং সেবাকেই গুরুত্ব দিচ্ছে গুগল। হ্যাংআউটে রয়ে যাওয়া আলাপচারিতা বা ‘চ্যাট হিস্ট্রি’ সরাসরি গুগল চ্যাটে স্থানান্তর হবে। তবে ‘হ্যাংআউটস ডটগুগল ডটকম’ ডোমেইনটি চালু থাকবে বলে জানিয়েছে গুগল।
আপাতত এ পরিবর্তনের প্রভাব কেবল গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বাণিজ্যিক ক্রেতাদের ওপর পড়বে বলে জানিয়েছে ভার্জ। তবে ৯টু৫গুগলের প্রতিবেদন বলছে, ওয়ার্কস্পেসের পর একই পরিবর্তন আসবে গুগলের ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বেলায়ও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।