স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে ক্রিজে বোকার মতো দাঁড় করিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ঘূর্ণি জাদুকর শেন ওয়ার্ন। খোদ নিজেই এ কথা স্বীকার করেছেন ভারতীয় এই অধিনায়ক।
কোহলি জানান, ক্যারিয়ারে ওয়ার্নকে সামলাতে গিয়ে নিজেকে বোকা মনে হয়েছিল তার। ব্যাট করার সময় কোনও কিনারাই খুঁজে পাননি তিনি।
ওয়ার্নকে আন্তর্জাতিক ক্রিকেটে কখনও খেলেননি কোহলি। তবে আইপিএলের সুবাদে মুখোমুখি সাক্ষাৎ হয় তাদের।
সম্প্রতি ভারতীয় অধিনায়ক বলেন, ২০০৯ আইপিএলে অজি কিংবদন্তি কার্যত আমাকে বোকার মতো দাঁড় করিয়ে রাখে। ২০১১ মৌসুমে আবার রাজস্থানে তাকে মোকাবেলা করি আমি। এবারও উল্লেখযোগ্য কিছু হয়নি। উনি আমাকে আউট করতে পারেননি। আমিও উনার বলে খুব বেশি রান তুলতে পারিনি।
কোহলি জানান, ম্যাচশেষে ওয়ার্ন আমার কাছে এসে বলেন, কখনও বোলারকে পাল্টা কিছু বলো না। যদিও আমি কখনই সে রকম কথা শুনিনি।
এর আগে ক্রিকেট প্রসঙ্গে এক আলোচনায় কোহলিকে থামানোর উপায় বাতলে দেন ওয়ার্ন। সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার বলেন, বর্তমান ভারতীয় অধিনায়ককে কখনও স্টাম্পে বল করা উচিত নয়। তা হলে সে মাঠের দুদিকেই শট খেলবে। ও ক্রিজে থাকার সময়, যে কোনও একদিকে ফিল্ডিং সাজিয়ে সেদিকেই ক্রমাগত বল করে যেতে হবে।
এখনকার বোলারদের উদ্দেশে ওয়ার্ন বলেন, কোহলি উইকেটে থাকাকালীন অফ-সাইডে ফিল্ডিং সাজিয়ে অফ-স্টাম্পের বাইরে বল রাখো অথবা লেগ-সাইডে ফিল্ডিং সাজিয়ে লেগ-স্টাম্পে বল করে যাও। তা হলে অন্তত একদিকে শট খেলা আটকানো যাবে তার।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।