Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিতের পর মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। গতকাল আলোচিত এই তালিকা বুধবার বিকাল ৫টার দিকে ওয়েবসাইট থেকে তুলে নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বিজয় দিবসের আগের দিন গত রবিবার সংবাদ সম্মেলন করে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেন আ ক ম মোজাম্মেল হক। কিন্তু তালিকায় বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নাম আসায় সেটি নিয়ে প্রশ্ন ওঠে।
অবশেষে তুমুল সমালোচনার মধ্যে প্রকাশিত রাজাকারের তালিকা বুধবার স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরবর্তী তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।