বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কংক্রিটে আছড়ে পড়লেও স্মার্টফোন স্ক্রিন অক্ষত থাকার প্রতিশ্রুতি নিয়ে নতুন ‘গোরিলা গ্লাস ভিকটাস ২’ উন্মোচন করল মার্কিন প্রযুক্তি কোম্পানি কর্নিং।
গুগল ও স্যামসাংয়ের মত প্রথম সারির প্রযুক্তি পণ্য নির্মাতাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ক্রিন হিসেবে বহুল ব্যবহৃত হয় কর্নিংয়ের তৈরি গোরিলা গ্লাস। নতুন সংস্করণের মাধ্যমে আরও টেকসই স্মার্টফোন স্ক্রিনের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানিটি।
কর্নিং গোরিলা গ্লাসের নতুন এই সংস্করণ উন্মোচন করা হল বছরের শেষে; তাতে আগামী বছরে বাজারের ফ্ল্যাগশিপ ও ব্যয়বহুল স্মার্টফোনের হার্ডওয়্যারে কেমন আপডেট আসতে পারে, সেই ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
তবে নতুন গোরিলা গ্লাস নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কর্নিং।
জলবায়ু পরিবর্তন আর অর্থনৈতিক মন্দার শঙ্কায় স্মার্টফোনের আয়ু বাড়ানোর বিষয়ে আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে; এমন পরিস্থিতিতে গোরিলা গ্লাসের নতুন সংস্করণ দেখালো কোম্পানিটি।
আগের সংস্করণের সঙ্গে নতুন গোরিলা গ্লাসের মূল পার্থক্য কী? নির্মাতা কোম্পানি বলছে, কংক্রিটের মত কঠিন কিছুর ওপর পড়লেও অক্ষত থাকবে স্মার্টফোনের স্ক্রিন। পরীক্ষাগারে এক মিটার উচ্চতা থেকে কংক্রিটের ওপর ফেলে এর নির্ভরযোগ্যতা যাচাই করার কথা বলেছে কর্নিং।
এ কোম্পানির ভাষ্য, আকারে তুলনামূলক বড় ও ওজনে বেশি ফোনেও ভালো সুরক্ষা দিতে পারবে গোরিলা গ্লাস ভিকটাস ২।
সিনেট লিখেছে, পরীক্ষাগারে এর নির্ভরযোগ্যতা যাচাই করতে বাজারে বহুল প্রচলিত এবং আকারে তুলনামূলক বড় ডিভাইসগুলোর চেয়েও ১৫ শতাংশ বেশি ওজনের ডিভাইস ব্যবহার করেছিল কর্নিং।
‘গ্যালাক্সি জি ফোল্ড ৪’-এর মত ফোল্ডবল ডিভাইসের জন্য নতুন গোরিলা গ্লাস বেশি কাজে আসতে পারে বলে লিখেছে সিনেট। জি ফোল্ড ৪-এর ওজন ২৬৩ গ্রাম; সে তুলনায় স্যামসংয়ের ফ্ল্যাগশিপ পণ্য ‘গ্যালাক্সি এস ২২ আলট্রা’র ওজন ২২৮ গ্রাম।
‘গ্যালাক্সি জি ফোল্ড ৪’-এর স্ক্রিন আর পেছনের গ্লাস কাভারে আগে থেকেই কর্নিংয়ের ‘গোরিলা গ্লাস ভিকটাস প্লাস’ ব্যবসার করছে স্যামসাং।
সাধারণত প্রতি ১৮ থেকে ২৪ মাস পরপর নিজস্ব পণ্যের নতুন সংস্করণ বাজারে আনে কর্নিং। তবে, নতুন গ্লাসটি এমন সময়ে এল, যখন ডিভাইস তুলনামূলক দীর্ঘ সময় ধরে রাখতে চান ব্যবহারকারী। এতে গ্রাহকের তুলনামূলক টেকসই পণ্যের প্রতি আগ্রহ বাড়ার ইঙ্গিত মিলছে বলে প্রতিবেদনে লিখেছে সিনেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।