জুমবাংলা ডেস্ক: কক্সবাজার শহর থেকে একজন ও টেকনাফ থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।
তারা হলেন-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার নূর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৪), খারাংখালী এলাকার আবদুস সালামের ছেলে নাছির (২৪) ও একজনের নাম পরিচয় জানা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের ভাষ্য, ‘রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, আটটি তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কবির দাবি করেন, ‘মঙ্গলবার সকাল ৬টার দিকে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি এএলজি, তাজা কার্তুজ, দুটি খালি খোসা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।