
মাত্র ১২ দিন আগে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন জারি করলেও সরকার সেই সিদ্ধান্ত স্থগিত করেছে। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পর্যটন নগরী কক্সবাজারে বিদেশী পর্যটক টানতে এবং শহরের উন্নয়নের অংশ হিসেবে বিমানবন্দরটির সম্প্রসারণ কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। এর আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে ৯ হাজার ফুট পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও কাজ থেমে হয়নি। গত মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে বিমানবন্দর পরিদর্শন করেন।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বারবার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারির পরও এখন জানা গেছে, বিমানবন্দর প্রকল্প চলবে আগের মতো।
প্রকল্প পরিচালক মো. ইউনুছ ভূঁইয়া জানান, “বিমানবন্দর সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এটি দেশী-বিদেশী বিমান ওঠানামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাউন্ডারি ওয়ালসহ কিছু শেষ মুহূর্তের কাজ বাকি থাকলেও দ্রুত শেষ করা যাবে। ৮৬ শতাংশ কাজের মধ্যে রানওয়ে ও ভারী অবকাঠামো শেষ হয়েছে।” তিনি আরও স্পষ্ট করেছেন, প্রজ্ঞাপন স্থগিত হলেও প্রকল্পের কাজের কোনো প্রভাব পড়বে না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেয়ার তোড়জোড় থাকলেও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে তেমন আগ্রহ দেখায়নি এয়ারলাইনসগুলো। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কয়েকটি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও কক্সবাজার থেকে এ ধরনের ফ্লাইট বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না এয়ারলাইনসগুলো। তবে বেসরকারি এয়ারলাইনসগুলোর আগ্রহ না থাকলেও রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা রুটে চলতি মাস থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট উড্ডয়নের আগেই আন্তর্জাতিক খেতাব হারাল কক্সবাজার বিমানবন্দর।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের বিষয়ে জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য বলেন, ‘এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’
বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মোট তিনটি। সেগুলো হলো রাজধানীতে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



