জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের রামুতে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল মোস্তফা (১৮) নামের এক যুবক আটক হয়েছেন। আটককৃত সিরাজুল মোস্তফা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী আঞ্জুমানপাড়া এলাকার ফজলে করিমের ছেলে। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন- এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টায় রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ্ববর্তী তেচ্ছিপুল স্টেশনে অভিযান চালান তিনি। ওই সময় সেখানে বিক্রির জন্য নিয়ে আসা ৩ হাজার ৪০০ টি ইয়াবা ট্যাবলেট সহ সিরাজুল মোস্তফাকে হাতে-নাতে আটক করা হয়।
আটক সিরাজুল মোস্তফাকে রামু থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। অভিযানে এপিবিএন ও আনসার সদস্যরাও অংশ নেন। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ জানিয়েছেন- আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি জানিয়েছেন-তার কাছ থেকে ৩ হাজার ৪০০ টি ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন সেট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। জানা গেছে- রামুর তেচ্ছিপুল এলাকাটি বেশ কয়েকবছর ধরে ইয়াবার স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। এলাকাবাসী এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।