জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে একদিনে সর্বোচ্চ ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যালে ১৫০ জনের নমুমা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০ জনের পজিটিভ।আক্রান্ত ২০ জনের মধ্যে পেকুয়ার নয়জন, কক্সবাজার সদরের পাঁচজন, চকরিয়ার তিনজন, রামু ও মহেশখালীর একজন করে রয়েছেন।
জানা যায়, গত ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। সেই থেকে ৩৭ দিনে কক্সবাজার জেলার আক্রান্ত হয়েছিলো ৪৯ জন। কিন্তু বৃহস্পতিবার একদিনেই ২০ জন আক্রান্ত হয়েছেন। এটিই একদিনের সবোর্চ্চ আক্রান্ত। তারাসহ এ পর্যন্ত কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ৭৭ জনের করোনা পজিটিভ এসেছে। বাকিরা ভিন্ন জেলার।
করোনা আক্রান্তদের বেশিরভাগ চিকিৎসাসেবা নিচ্ছেন রামু করোনা ডেডিকেটেড হাসপাতালে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ২৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যরা জেলার অন্যান্য হাসপাতাল ও নিজেস্ব আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় দশজন।
এ বিষয়ে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, এরই মধ্যে রামু ডেডিকেটেড হাসপাতাল থেকে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও পাঁচজনের করোনা নেগেটিভ এসেছে। তারাও শুক্রবারের মধ্যে বাড়ি যাবে। চিকিৎসাধীন অন্যান্য রোগীদের অবস্থা ভালো। তাদের উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।