জুমবাংলা ডেস্ক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ টোলাইয়া ও মেসি নামে দুই মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১১ মে (মঙ্গলবার) দুপুর আড়াই টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে দক্ষিণ কাঞ্জর পাড়ার কোনার পাড়ার রাইচ মিলের সামনে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়াস্থ করাচি পাড়ার জাফর আলমের পুত্র রফিক উদ্দিন প্রকাশ টোলাইয়া (৩০) এবং মৃত জাফর আলীর পুত্র আক্তার হোছন প্রকাশ মেসি (২৪) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।