শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কক্সবাজারের মৃৎশিল্পীরা দিন-রাত কাজ করছেন। বাঁশ, কাঠ, খড় ও কাদামাটির মিশ্রণে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ। জেলার ৯টি উপজেলায় ৩১৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গাপূজা।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, সদর উপজেলায় ৩১টি, চকরিয়ায় ৬৯টি, কুতুবদিয়ায় ৪৫টি সহ জেলার অন্যান্য এলাকায় ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫১টি প্রতিমা পূজা এবং ১৬৬টি ঘটপূজা অনুষ্ঠিত হবে।
মৃৎশিল্পী মিল্টন ভট্টাচার্য বলেন, “গত বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা অনেক বেশি। তাই দিন-রাত কাজ করতে হচ্ছে। উপকরণের দাম বেড়েছে, তাই লাভ কম হচ্ছে। তবুও উৎসবকে ঘিরে আনন্দ উদ্দীপনা অনেক বেশি।”
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ বলেন, “সার্বিক নিরাপত্তায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মণ্ডপগুলোতে শারদীয় উৎসব আনন্দঘন ও ঝুঁকিমুক্ত পরিবেশে পালিত হবে।”
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা নেতা দোলন ধর জানান, “সার্বিক নিরাপত্তা চাদরে মণ্ডপগুলো ঢাকা হচ্ছে। আশা করি আগের চেয়ে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় এবারের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।”
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহ্তেশামুল হক বলেন, “প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা থাকবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি করা হবে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।