জুমবাংলা ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গাদের দু’গ্রুপের দু’গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ছয়জন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।
তিনি বিবিসি বাংলাকে জানান, ‘এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন,’।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), আজিজুল হক (২৬), মো. আমীন (৩২)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান তিনি। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।