Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশের কক্সবাজার জেলার ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) দেশের বিভিন্ন জেলা ও রেঞ্জে একযোগে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার ইস্যু করা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ৩৪ পরিদর্শককে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। পরদিন ৩০ সেপ্টেম্বর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তাদের পুরো পোশাকে উপস্থিত থাকতে হবে।
এর আগে গত সোমবার কক্সবাজার জেলার তিন অতিরিক্ত পুলিশ সুপার ও চার সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়। তার আগে গত ১৬ সেস্টেম্বর বদলি করা হয় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।