
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৃহস্পতিবার তার চূড়ান্ত বিতর্ক চলাকালে বলেছেন, তিনি জীবনে কখনো বিদেশি উৎস থেকে ‘কোন অর্থ’ গ্রহণ করেননি। খবর এএফপি’র।
বাইডেন বিতর্ক চলাকালে তার বিরুদ্ধে ট্রাম্পের তোলা দুর্নীতির অভিযোগের জবাবে এমন কথা বলেন। মার্কিন নির্বাচনের চূড়ান্ত প্রচারণার দিনগুলোতে প্রেসিডেন্ট বারবার এমন দুর্নীতির অভিযোগ তুলে বাইডেনকে আক্রমণ করতে দেখা যায়।
ট্রাম্প বাইডেনকে বলেন, ‘আমি মনে করি আমেরিকার জনগণের কাছে এ ব্যাপারে আপনার ব্যাখ্য দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।