বিনোদন ডেস্ক: হালের ক্রেজ সারা আলী খান। অল্প সময়েই বলিউডে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। তার অনুরাগীর সংখ্যা কম নয়। সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকার ভিডিও অন্তর্জালে ঝড় তুলেছে।
দুইদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সারা। সেখানে বহুবার তার পোশাক বদল হতে দেখা যায়। লেহেঙ্গা, বিকিনি থেকে শর্টস এবং ওয়ান পিস পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। মোটকথা, কয়েক সেকেন্ডের মধ্যেই বিভিন্ন স্টাইলের পোশাকে দেখা যায় তাকে। নায়িকার সেই ভিডিওটি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সারা বর্তমানে গুজরাটের রাজকোটে অবস্থান করছেন। সেখানে তার পরবর্তী সিনেমা ‘গ্যাসলাইট’-এর শুটিং করছেন। লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল।
প্রসঙ্গত, সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। এতে অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি। গত বছরের ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সিনেমাটি।
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



