কচ্ছপকে কামড়াতে গেল সাপ! তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও

বিপজ্জনক সাপের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : বিপজ্জনক সাপের ভিডিয়ো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকে বলেন কোবরা কাউকে একবার কামড়ালে তার পক্ষে পালানো এবং বেঁচে থাকা দুটোই অসম্ভব হয়ে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভয়ংকর কোবরার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি কচ্ছপ নির্ভয়ে গুটি গুটি পায়ে কোবরার কাছে যাচ্ছে। কিন্তু তারপর? কি হল সেই কচ্ছপের পরিণতি? আসুন তবে সব কিছু জেনে নেওয়া যাক।

বিপজ্জনক সাপের ভিডিও

সম্প্রতি এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে, বিশালাকার কোবরা তার ফণা তুলে কুণ্ডলী পাকিয়ে বসে আছে। এরপর হঠাৎ একটি ছোট কচ্ছপ তার দিকে এগিয়ে আসে। তখন কোবরাটি নিজের পুরো শক্তি দিয়ে কচ্ছপটিকে আক্রমণ করে। কিন্তু কোবরা সম্ভবত জানত না যে, কচ্ছপকে কামড়ানো এত সহজ নয়। নিচে ভাইরাল হওয়া ভিডিয়োটি দেওয়া হল:

আর এর ফলে কচ্ছপের শক্ত খোলসের উপরে ছোবল দিতে গিয়ে কোবরার অবস্থা এমন হল যে, সে কচ্ছপটিকে দ্বিতীয়বার কামড়ানোর চেষ্টাও করে নি। এমন মজার ভিডিয়ো দেখে অনেকেই আনন্দ পেয়েছেন। এই ভিডিয়োটি @india.yatra ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, এটি এখনও পর্যন্ত 29 মিলিয়ন ভিউ পেয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 4 লাখ 20 হাজারেরও বেশি লাইক পেয়েছে।

সহজেই দূর করা যায় ফোনের নেটওয়ার্ক সমস্যা

এই নিয়ে অনেক ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন। বেশিরভাগ ব্যবহারকারী এই পোস্টে দারুণ সব কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন – ‘সাপের দাঁত নিশ্চয়ই ভেঙে গিয়েছে।’ আবার অন্যজন লিখেছেন – ‘আপনি ভুল ব্যক্তির সঙ্গে ঝামেলা পাকিয়েছেন।’ অপরদিকে, তৃতীয় একজন ব্যক্তি লিখেছেন – ‘মনে হয় ভাই আগে কচ্ছপ দেখেননি।’ পাশাপাশি, চতুর্থ জন মজা করে কমেন্টে লিখেছেন – ‘অসহায় সাপের দাঁত হয়তো ভেঙ্গে গিয়েছে।’