কত আয় করল বিজয়-ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’ সিনেমা?

কত আয় করল বিজয়-ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’ সিনেমা?

বিনোদন ডেস্ক : জুটি হিসেবে বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফকে কতটা মানাবে- এ প্রশ্ন অমূলক নয়। তবে পরিচালক যেহেতু শ্রীরাম রঘুবন, দারুণ কিছু হবে; তাও বলছিলেন অনেকে। প্রথম দিনের বক্স অফিস নাম্বারে পিছিয়ে থাকলেও মুক্তিতেই প্রশংসা কেড়ে নিয়েছে বিজয়-ক্যাটরিনা-শ্রীরামের ‘মেরি ক্রিসমাস’।

কত আয় করল বিজয়-ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’ সিনেমা?

প্রাথমিক তথ্য অনুসারে, হিন্দি ও তামিল ভাষায় আলাদা আলাদা শুট হওয়া ‘মেরি ক্রিসমাস’ প্রথম দিনে আড়াই কোটি রুপির বেশি আয় করেছে। ভারতীয় সিনেমা বাণিজ্যের ট্র্যাকার হিসেবে সমাদৃত স্যাকনিক ডটকম থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) মুক্তি পাওয়া এ ছবির হিন্দি সংস্করণে আরো আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কানন, রাধিকা আপ্তে ও টিনু আনন্দ।

গত বৃহস্পতিবার ‘মেরি ক্রিসমাস’-এর রিভিউ প্রকাশ করেন ভারতীয় সিনে বিশ্লেষক তরন আদর্শ। তিনি বলেন, থ্রিলার ঘরানার সিনেমাটি চমৎকারভাবে নির্মিত হলেও ব্যবসার জন্য শক্ত ‘ওয়ার্ড অব মাউথ’-এর দরকার পড়বে। সে কথা রঘুবনের আগের সিনেমা আন্ধাধুন বা বদলাপুরের মতো ব্লকবাস্টারের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এখন দেখার বিষয় বিজয় ও ক্যাটরিনার ছবিটি কতটা এগোতে পারে।

৩০ কোটি রুপির মডারেট বাজেটে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। শুরুতে সাইফ আলী খানকে ভাবা হলেও গল্পের মেজাজ অনুযায়ী সিদ্ধান্ত বদলে ফেলেন শ্রীরাম রঘুবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বিজয় সেতুপতি যে ভালো করেছেন, তা বেশ জোরের সঙ্গেই বলছেন বিশ্লেষকরা। তবে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন ক্যাটরিনা। এতটা ভালো অভিনয় নাকি আগে কখনো তিনি দেখাতে পারেননি।

এদিকে শেষ কয়েক সপ্তাহ বলিউড বক্স অফিসে ততটা ভালো যাচ্ছে না। রাজকুমার হিরানির ‘ডানকি’ ও প্রশান্ত নীলের ‘সালার’ বেশ হৈচৈ করে বড়দিনের মৌসুমে মুক্তি পেলেও প্রথম সপ্তাহের পর ছবি দুটির আয় ততটা সন্তোষজনক নয়। গতকাল শুক্রবার আয় ছিল কোটি রুপির নিচে, যথাক্রমে ৫৫ লাখ ও ৬০ লাখ রুপি।

সবমিলিয়ে ভারতীয় বাজারে ২৩ দিনে ‘ডানকি’র আয় দাঁড়িয়েছে ২২২ কোটি ৪২ লাখ রুপি। আর ২২ দিনে ‘সালার’ আয় করেছে ৪০২ কোটি ৪০ লাখ রুপি।