বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকদিনের কাজকর্ম ও গতিবিধির উপর নজর রাখছে প্রযুক্তি৷ হিসাব-নিকেশ রাখছে সবকিছুর৷ আমাদের ড্রয়িং রুম ছাপিয়ে অনেকদিন আগেই বেডরুমে প্রবেশ করেছে প্রযুক্তি৷ এবার সেই প্রযুক্তি সরাসরি হস্তক্ষেপ করছে আপনার যৌ.নজীবনেও৷ কীভাবে? ‘ব্রিটিশ ক.ন্ডোমস’ নামে কোম্পানির বদান্যতায়৷
ক.ন্ডোম মানেই সকলে মনে করেন, জন্ম নিয়ন্ত্রণ ও যৌ.নরোগ প্রতিরোধের একটি প্রতিষেধক। সত্যিই কি শুধু এই কাজগুলি করে ক.ন্ডোম? ‘ব্রিটিশ ক.ন্ডোমস’ সংস্থার তরফে জানানো হয়, তাদের তৈরি এই অত্যাধুনিক ‘স্মার্ট ক.ন্ডোম’টি জন্ম নিয়ন্ত্রণ বা যৌ.নরোগ প্রতিরোধ কোনওটাই করতে পারবে না। কারণ, এটি শুধুমাত্র একটা রিং! এই স্মার্ট ক.ন্ডোমটি দেখতে ছোট একটি গোলাকার যন্ত্রের মতো৷ যেটি পুরুষাঙ্গের পরার জন্যে তৈরি করা হয়েছে এবং এই ক.ন্ডোমের সঙ্গে যুক্ত রয়েছে একটি ব্লু-টুথ৷ তবে সাধারণ ক.ন্ডোমের বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এটিকে তৈরি করা হয়নি৷ আর চাইলেও করা যাবে না৷
বিশেষজ্ঞরা বলছেন, জন্ম নিয়ন্ত্রণ করতে না পারলেও এই ক.ন্ডোম করতে পারে অনেক কিছু৷ র.তিক্রিয়ার সময় আপনার গতিবেগ কত ছিল, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিতে পারে এই যন্ত্রটি৷ এখানেই শেষ নয়, কোন পজিশন আপনি বেশি ব্যবহার করেছেন, স.ঙ্গমকালে আপনার কত ক্যালোরি এনার্জি নষ্ট হল, আপনার যৌ.নাঙ্গের তাপমাত্রা কত ছিল এবং মোট কতবার যৌ.নক্রিয়ায় লিপ্ত হয়েছেন সবটাই নাকি হিসাবে রাখবে এই স্মার্ট ক.ন্ডোমটি৷ ইতিমধ্যে ‘আই-ক্যান’ নামের একটি স্মার্ট ক.ন্ডোমটি বাজারে নিয়ে এসেছে ব্রিটিশ ক.ন্ডোমস নামের কোম্পানিটি৷ এর মূল্য ৫৯.৯৯ পাউন্ড। সঙ্গে মিলবে এক বছরের ওয়ারেন্টি। রয়েছে মাইক্রোইউএসবি তার৷ যার সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ডিভাইসটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।