বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তায় হেলমেট পরা বাধ্যতামূলক। প্রযুক্তির উৎকর্ষে এই প্রয়োজনীয় অনুসঙ্গেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত হেলমেট অনেকেরই আছে। এবার এলো স্মার্ট হেলমেট। এই হেলমেট দিয়ে কথা বলা, গান শোনা যাবে।
বিজ্ঞাপন এই হেলমেট ডিজাইন করেছে ভারতীয় প্রতিষ্ঠান আথার এনার্জি। যারা স্কুটার তৈরি করে সুনাম কুড়িয়েছে। হেলমেটের মডেল আথার হালো স্মার্ট হেলমেট।
এই হেলমেটের ভেতরে এয়ার ভেন্ট এবং হারমান কার্ডনের তৈরি দুইটি স্পিকার রয়েছে। এই বিষয়ে কোম্পানি জানিয়েছেন যে, স্পিকার থাকলেও, অ্যাম্বুলেন্স এবং হর্নের আওয়াজ ভালো ভাবে শুনতে পাবেন রাইডাররা।
বিজ্ঞাপন এই হেলমেটে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে। যার ফলে রাইডাররা ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। ফলে ফোন কল ধরতে পারবেন। এমকি ব্লু্টুথ সাপোর্ট করে এমন স্মার্টস্কুটারের সঙ্গে হেলমেটটি কারেক্ট করা যাবে।
এতে রয়েছে একাধিক সেন্সর যা অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করবে।
আধুনিক পদ্ধতির এই হেলমেটে রয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। একবার চার্জ দিলে পুরো এক সপ্তাহ ফিচার ব্যবহার করা যাবে। কোম্পানি তেমনটাই দাবি করছে। তবে, কতক্ষণ চার্জিং হতে সময় লাগবে ও ব্যাটারি ব্যাকআপ কেমন তা এখনও জানা যায়নি।
এই স্মার্ট হেলমেটে চিটচ্যাট নামের একটি ফিচার রয়েছে যা রাইডার এবং পিলিওন রাইডারের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যে, পিলিওন রাইডারের কথা শুনতে পান না রাইডাররা। তবে, এই হেলমেট সমাধান করবে এই ফিচার। যদি দুইজনই একই হেলমেট পরে থাকে তবেই। আর স্পিকার ও মাইক্রোফোন থাকায় সহজেই একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুইজনে একই মিউজিকও শুনতে পারবেন।
আথার স্মার্ট হালো হেলমেটের দুইটি মডেল রয়েছে। যার হাফ ফেসের দাম ভারতে ৫ হাজার রুপি। ফুল ফেসের দাম ১৩ হাজার রুপি। দাম খানিকটা বেশিই বটে। আপনি চাইলে কোম্পানির ওয়েবসাইট ঘরে বসেই অর্ডার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।