একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানের সিডিউল ফাঁসিয়ে দিয়েছেন ‘অপরাধী’ খ্যাত সংগীতশিল্পী আরমান আলিফ। তরুণ এ আলোচিত শিল্পীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাংলাভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এর অতিথি ছিলেন আরমান আলিফ। বুধবার রাত পর্যন্ত তিনি চ্যানেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু সকালে তিনি আর অনুষ্ঠানে যাননি। এমনকি তিনি ফোনও ধরেনি। কোনোরকম অবহিতকরণ ছাড়াই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন।
অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, আরমান আলিফের সাথে অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চূড়ান্ত ও শেষ কথা হয় ১ মে রাত ৮টা ৩০ মিনিটে। কথা ছিল আজ সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন তিনি। ১১টা ৫ মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচার হবে তাকে ঘিরে। কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনইনি; বরং তার ফোনও বন্ধ পাওয়া গেছে। সকাল ৯টা থেকে ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এতে আমরা লাইভ অনুষ্ঠানটি প্রচার করতে পারিনি, যা আমাদের চ্যানেলের জন্য খুবই বিব্রতকর একটি ঘটনা। একজন শিল্পীর কাছ থেকে এ ধরেনের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে এ বিষয়ে আরমান আলিফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।