জুমবাংলা ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী একুশে টিভির সাবেক কর্মী ড. কনক সারোয়ার ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য রাখেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ড. কনক সারোয়ার ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আদালতে হাজির না হওয়ায় তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন বিচারক।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ড. কনক সরওয়ার ও দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য ইউটিউবসহ অন্য মাধ্যমে প্রচার করেন। এছাড়াও তারা সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেলকে নিয়েও বিরুপ মন্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার করেন।
২০২০ সালের ১১ অক্টোবর মো. জাকির হোসেন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি তদন্ত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা চলতি বছর ৩০ জুন দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত ২ নভেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।