LG 34wk95u মনিটরের মূল্য বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টাকার মত। এটা যখন প্রথম বাংলাদেশে আনা হয় তখন মাত্র ৮টি ইউনিট আনা হয়েছিলো। LG 34wk95u এর স্ক্রিন সাইজ 34 ইঞ্চি। 21:9 এসপেক্ট রেশিওর এই ডিসপ্লের রেজুলেশন 5K2K বা 5120 x 2160। মনিটরটির আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে এটি VESA Display ও HDR 600 স্ট্যান্ডার্ড সার্টিফাইড। যার জন্য ম্যাক্সিমাম 600-nits luminance পাওয়া সম্ভব এই প্যানেলে।
কনজিউমার এর কাছে সুপারফাস্ট Thunderbolt 3 সাপোর্টেড ডিভাইস থাকলে তার সেরা ইউটিলাইজেশন এই মনিটরটি দিয়েই করা সম্ভব। এই ন্যানো আইপিএস প্যানেলটি VESA Display HDR 600 স্ট্যান্ডার্ড সার্টিফাইড। সেজন্য HDR কন্টেন্ট ওয়াচিং ও গেম খেলার জন্য সুইটেবল হবে।
একটি আলাদা On-Screen Control software নামের ডেস্কটপ App এর ব্যবস্থা রয়েছে যেটি দিয়ে OSD এর বেশিরভাগ অপশনই ডেস্কটপ থেকে সহজেই এক্সেস, ভিউ ও চেঞ্জ করা যাবে।
মনিটরটির OSD বা ON Screen Display টিও ফিচারে ঠাসা। advanced 6-axis কন্ট্রোল এবং gamma (four profiles) adjustments সহ আরো অনেকগুলো অপশন রয়েছে OSD তে। HDR ও SDR এর জন্য রয়েছে আলাদা আলাদা পিকচার প্রিসেটস যেমন cinema, Custom, vivid ইত্যাদি।
১ লাখ ৮০ হাজার টাকার এই মনিটরটিতে নেই কোনো variable refresh রেট ফিচার ,অর্থাৎ G-sync, Freesync এর মত ফিচার এখানে অনুপস্থিত । Display ninza এর মতে এই মনিটরটির ব্যাপারে অনেক ইউজারই burn in issue এর কমপ্লেইন করেছেন, এমনকি LG এর ওয়েবসাইটের রিভিউ সেকশনেও পেয়ে গেলাম এরকম কয়েকটি ইউজার রিপোর্ট।
মনিটরটির বিল্ড ম্যাটেরিয়ালস বেশিরভাগটাই plastic। যারা MacBook Pro or MacBook Air এর জন্য একটি পারফেক্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে খুজছেন, তাদের জন্য ভালো অপশন হতে পারে এটি। অসাধারণ কালার একুরেসি , ইমেজ কোয়ালিটি ও wider ফিল্ড অফ ভিউ, vibrant colors, crisp details ফিচার কন্টেন্ট মেকারস ও কন্টেন্ট ক্রিয়েটরসদের কাছে টানবে। যাদের বিশাল screen space এর দরকার হয় তাদের জন্য নিঃসন্দেহে এ মনিটরটি উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।